• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


গুরুতর আহত অভিনেত্রী রাকুল প্রীত সিং


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৪, ০৬:৩১ পিএম
গুরুতর আহত অভিনেত্রী রাকুল প্রীত সিং
অভিনেত্রী রাকুল প্রীত সিং। ছবি: সংগৃহীত

গু𓂃রুতর আহত হয়েছেন ভারতীয় সিনেমার অভিনেত্রী রাকুল প্রীত সিং। শরীরচর্চা করতে গিয়ে ৮০ কেজি ওজনের ডেডলিফট (বার♐বেল বা বার তোলা) তুলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন এই নায়িকা।

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ‘গত কয়েক দিন ধরে বিশ্রামে রয়েছেন রাকুল প্রীত সিং। তার অবস্থা বেশ ভীতিকর ছিলꦦ। গত ৫ অক্টোবর সকা🌠লে ওয়ার্কআউট করার সময়ে দুর্ঘটনা ঘটে। বেল্ট না পরেই ৮০ কেজি ওজনের ডেডলিফট তুলেছিলেন তিনি। এতে করে তার পিঠে টান লাগে।’

এদিকে আঘাত পাওয়ার পরও শুটিং করে যাচ্ছিলেন এই অভিনেত্রী। এ তথ্য উল্লেখ করে একটি সূত্রটি বলেন, ‘পূর্বে শিডিউল দেওয়ার কারণে এ অবস্থাতেও ‘দে দে পেয়ার দে’ সিনেমার শুটিং দুই দিন চালিয়ে যান রাকুল। ঘটনার পর তিন দিন ব্যথাও সহ্য করেন। এরপর ফিজিশিয়ানের সঙ্গে দেখা করেন। ব্যথা কমানোর জন্য ৩-৪ ঘণ্টা পর পর ফিজিওথেরাপি চা🐷লিয়ে যান। কিন্তু গ✅ত ১০ অক্টোবর রাকুলের জন্মদিনের পার্টির আগে খারাপ পরিস্থিতি তৈরি হয়।’

এবারের জন্মদিন আর উদযাপಞন করতে পারেননি রাকুল প্রীত সিং। আঘাতের ফলে রাকুলের এল৪, এল৫ এবং এস১ নার্ভ জ্যাম হয়ে যায়। তার রক্তচাপ কমে যায়। প্রচন্ড ঘামতে থাকেন। এরপর তাকে বিছানায় শুইয়ে দেওয়া হয়।  তারপর রাকুলকে পেশি শিথিল করার ইনজেকশন দেওয়া হয়। সব মিলিয়ে রাকুলের জন্মদিনটা ছিল ঘটনাবহুল। তবে ধারণা করা হচ্ছে খুব শিগগিরি রাকুল সুস্থ হয়ে উঠবেন।

Link copied!