• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রাতে শুটিং কেন অপছন্দ, জানালেন অভিনেত্রী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ০১:৫১ পিএম
রাতে শুটিং কেন অপছন্দ, জানালেন অভিনেত্রী
সাই পল্লবী। ছবি : সংগৃহীত

দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম বড় তারকা সাই পল্লবী। এই অভিনেত্রী সাব𝔍লীল অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন। ধীরে ধীরে নিজের কাজ দিয়ে সাফল্যের সিঁড়ি বেয়ে ওপরে উঠেছেন সাই পল্লবী।

বর্তমানে তার হাতে আছে রামায়নের মতো মেগা প্রজেক্ট। আর এজন্য নিজেকে ঢেলে সাজဣাচ্ছেন অভিনেত্রী। পরিশ্রম করতে পিছ পা হন ন🦩া তিনি। টানা শুটিং করে ক্লান্ত হয়ে পড়ার অভ্যাসও রয়েছে অভিনেত্রীর।

সম্প্রতি রামায়ণের শুটিং সেট থেকেই জানালেন নিজের পরিশ্রমের কথা। ২০২১ সালে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘শ্যাম সিংহ রায়’। এতে সাইয়ের বিপরীতে ছিলেন অভিনেতা ন্যানি। অন স্ক্রিনে তাদের জুটি পছন্দ করে দর্শক।
শ্যাম সিংহ রায় সিনেমায় সাইয়ের চরিত্রটি ছিল একটি মন্দিরের সেবাদাসীর। সে কারণেই বেশির ভাগ দৃশ্য ছিল রাতের। নাচের একাধিক নাম্বার ছিল সিনেমাটিতে। এসব শুট সময় নিত অনেক বেশি। সে কারণে প্রায় টানা ৩০ দিন শুটিং করতে হয়েছে। ঠিকমতো ঘুমাতে পারেননি সাই। এক সাক্ষাৎকারে তিনি বলেন,🃏 “শ্যাম সিংহ রায়ে কাজ করার সময় আমি কোনোমতে ওই দিনের কাজটা শেষ করতে পারলেই বাঁচতাম। বেশির ভাগ দৃশ্য ছিল রাতের। আমি রাতের শুটিং করতে পছন্দ করি না। কিন্তু এখানে করতে হয়েছে। দিনে ঘুমানোর অভ্যাস নেই আমার। রাতে শুট করার কারণে ঘুম হতো না। দিনেও ঘুম নেই। প্রায় এক মাস এ রকম চলার পর আম𝕴ি ক্লান্ত হয়ে পড়েছিলাম।”

সিনেমাটিকে ন্যানির পাশাপাশি সাইয়ের অভিনয় প্রশংসিত। বোঝা যায়, তিনি অনেক পরিশ্রম করেছেন। তবে সাই জানান, তিনি রীতিমতো কান্নায় ভেঙে পড়েছিলেন। তার কথায়, “মনে আছে, আমি একদিন কান্নায় ভেঙে পড়ি। আমি অভিনয় করতে চাই, কিন্তু একদিন ছুটির খুব প্রয়োজন ছিল।”
 

Link copied!