• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সেন্সরের অপেক্ষায় ‘দিন: দ্য ডে’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৯, ২০২২, ০২:৪৫ পিএম
সেন্সরের অপেক্ষায় ‘দিন: দ্য ডে’

সেন্সর বোর্ডে জমা পড়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক-নায়িক🅷া অনন্ত জলিল ও বর্ষা জুটির ন🏅তুন সিনেমা ‘দিন-দ্য ডে’। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় ১০০ কোটি টাকা বাজেটে নির্মিত হয়েছে সিনেমাটি। বাংলাদেশ অংশের প্রযোজক অনন্ত জলিল।

সিনেমাটি পরিচালনা করছেনღ ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

সেন্সর বোর্ড থেকে জানা গেছে, সেন্সর অনুমতির জন্য এক সাপ্তাহ আগে ‘দিন-দ্য ডে’ সিনেমাটি জমা পড়েছে। এখনো সেন্সর সদস্যরা ছ⛎বিটি দেখেননি। তবে শিগগিরই এটি দেখে ছাড়পত্রের ব্যাপারে সিদ্ধ♍ান্ত নেয়া হবে।

আগামী কোরবানি ঈদেই ছবিটি সারাদেশে মুক্তি পাবার কথা ♑রয়েছ⛄ে। বিষয়টি নিশ্চিত করে অনন্ত বলেন, “কোরবানি ঈদে ছবিটি ইরান ও বাংলাদেশসহ বিশ্বের বেশ কিছু দেশে মুক্তি পাবে।”

প্রায় দুই বছর ধরে তৈরি করা হয়েছে ছবিটি। ২🌟০১৮ সালের শেষ দিকে ইরানের ফারাবি ফাউন্ডেশনের সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনার জন্য আনুষ্ঠানিকভাবে ♛চুক্তিবদ্ধ হন অনন্ত। ছবিতে বাংলাদেশ থেকে অনন্ত ও বর্ষার সঙ্গে নবাগত সুমন ফারুকও অভিনয় করছেন। পাশাপাশি ইরান ও লেবাননের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীও রয়েছেন।

এখানে অনন্তকে দেখা যাবে আন্তর্জাতিক সংস্থার পুলিশ অফিসারের চরিত্রে। নানারকম ভুল মতবাদে আসক্ত সন্ত্রাসগোষ্ঠিদের দমনে🅷 অভিযানে অংশ নিতে দেখা যাবে তাকে। ইরানের হেরাতের দুর্গম পাহাড় ও মরুভূমি, আফগানিস্তান সীমান্তে শুটিং চলেছে ছবিটির। এছাড়াও ঐতিহাসিক স্থান🏅ের জন্য বিখ্যাত দেশটির আরও অনেক লোকেশনই দেখা যাবে এ ছবিতে।

পাশাপাশি বাংলাদেশের বুড়িগঙ্গা ব্রিজ, ৩০০ ফিট, হেমায়েতপুরে শিল🅘্প পার্কসহ বিভিন্ন ল𒆙োকেশনে হয়েছে ছবিটির দৃশ্যায়ন।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!