• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সংগীত শিল্পী নির্মলা মিশ্র মারা গেছেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২২, ০৯:০৪ এএম
সংগীত শিল্পী নির্মলা মিশ্র মারা গেছেন

কিংবদন্তি সঙ্গীত শিল্পী নির্মܫলা মিশ্র (৮১) মারা গেছেন। শনিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে🐷 হৃদরোগ আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার চেতলার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কয়েক মাস ধরেই বার্ধ্যকজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।

ভারতের আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে তার মরদেহ সার্দান অ্যাভিনিউꦗতে একটি নার্সিং হোমে রাখা হয়। রোববার (৩১ জুলাই) সকাল ১০টার দিকে মরদেহ ♔রবীন্দ্রসদনে নিয়ে যাওয়া হবে।

শিল্পীর চিকিৎসক কৌশিক চক্রবর্তী জানান, দীর্ঘদিন তিনি অস𓆉ুস্থ ছিলেন। চিকিৎসার জন্য গত ৫ বছরে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তিও হয়েছিলেন। তিনবার হৃদরোগে আক্রান্ত হয়েছি💞লেন। কিন্তু আর তিনি হাসপাতালে যেতে চাইছিলেন না। শনিবার রাতে তার শ্বাসকষ্ট দেখা দেয়। এর পর তিনি মারা যান।

নির্মলা মিশ্রের ছেলে জান♔িয়েছেন, রোববার শেষকৃত্য হবে। নার্সিংহোম থেকে নির্মলার মরদেহ প্রথমে বাড়িতে আনা হবে। সেখান থেকে রবীন্দ্রসদন, রাজ্য সংগীত অ্যাকাডেমি হয়ে ক্যাওড়াতলা মহাশ্মশান।

নির্মলার বিখ্যাত গানগুলোর মধ্যে অন্যতম ‌-এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না, স✨েই একজন দিও না তাকে মন, আবেশে মুখ রেখে, বলো তো আরশি তুমি, আমি 🌞তো তোমার হাসি কান্নার চিরদিনের সাথী, কাগজের ফুল বলে, ও তোতা পাখি রে... ইত্যাদি।

১৯৩৮ সালে অধুনা দক্ষিণ ২৪ পরগনায় জন্মগ্রহণ করেন নির্মলা মিশ্র। তার বাবা পণ্ডিত মোহিনীমোহন মিশ্র এবং মা ভবানীদেবী। বাবার চাকরি সূত্রেই তাদের কলক🦩াতায় আসা। ষাটের দশকের একেবারে শুরুতে সংগীত জগতে তার প্রবেশ।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!