স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে ধরা দিয়েছে। বহুল প্রতীক্ষার পর শনিবার (২৫ জুন) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উদ্বোধন হলো পদ্মা সেতু। রোববার (২৬ তারিখ) জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এ সেতু। এর ফলে নতুন এক দিগন্তের ﷺসূচনা হলো বাংলাদেশের।
পদ্মা সেতুর জন্য খুশি সাধারণ মানু🔯ষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকারাও। সবাই তাদের উচ্ছ্বাসের কথা শেয়ার করছেন সামা🦩জিক যোগাযোগ মাধ্যমে। আর তাদের মধ্যে রয়েছেন ঢালিউড নায়িকা পরীমনিও।
শনিবার (২৫ জনু) রাতে পরীমনি তার ভ্যারিফাইড ফেসবুক পেইজে পদ্মা সেতু উদ্বোধনসহ বেশ কিছু ছবি পোস্ট করেছেন। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, “ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভালোবাসা।” সে🧔ই সঙ্গে জুড়ে দিয়েছেন কৃতজ্ঞতাও ভালোবাসার ইমোজি।
এꦰরপর হ্যাশট্যাগ দিয়ে পরীমনি লিখেছেন, “স্বপ্নের পদ্মা সেতু। শুভ উদ্বোধন।”
এর আগে পদ্মা সেতু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী মুনিরা মিঠু, চিত্রনায়ক ওমর সানী, নিরব, ইমন, চিত্রনায়ি﷽কা শাবনূর, পূজা চেরিসহ বহু তারকা-শিল্পী-নির্মাতা।
এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থ𒊎িত ছিলেন মেহের আফরোজ শাওন, রিয়াজ, ജফেরদৌস, নিপুণ, শমী কায়সার, আফসানা মিমিসহ বিনোদন জগতের অনেক তারকাও।