• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পঁচাত্তরে ‘মুখার্জিদের পুজো’, এবারের থিম শিস মহল


তপন বকসি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২, ১২:০৯ পিএম
পঁচাত্তরে ‘মুখার্জিদের পুজো’, এবারের থিম শিস মহল

মুম্বাইয়ের বিখ্যাত ‘মুখার্জিদের পুজো’—বাঙালিরা যাকে একনামে ‘রানি মুখার্জির পুজো’ বলেন—এ বছর তাদের প্লাটিনাম জুবিলি পূর্ণ করবে। করোনার জন্য টানা দুই বছর অন্য সবার মতো এই পুজোও হয়েছে অল্প পরিসরে। শুধু🌳 বাছাই করা উৎসব কমিটির সদস্যদের জন্য। ঘটনাচক্রে অতিমারির কবল থেকে বেরিয়ে এবারের প্রাঞ্জল উদ্‌যাপনের বছরটাই হলো মুখার্জিদের পুজোর পঁচাত্তর বছর। মুখে ‘মুখার্জিদের পুজো’ বললেও এর একটি পোশাকি নাম রয়েছে—‘নর্থ বম্বে সর্বজনীন’।

১৯৪৮ সালে হিন্দি সিনেমার পথিকৃৎ প্রযোজক-পরিচালক শশধর মুখোপাধ্যায় তার ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুদের নিয়ে মুম্বাইয়ের সান্তাক্রুজে এই পুজো শুরু করেছিলেন। এরপর সান্তাক্রুজ অঞ্চলের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলে আসে এই পুজꦜো। সান্তাক্রুজের পশ্চিমে বিভিন্ন স্থানে এই পুজো হয়ে আসছ✤ে।

শশধর মুখোপাধ্যায় হিন্দি সিনেমার একজন পথিকৃৎ প্রযোজক হওয়ার জন্য তার এই পুজোয় শুরু থেকেই যুক্ত হয়েছেন হিন্দি ছবির রুপালি জগতের সোনালি সব নাম। তা সে ‘ভুলি নাই’ ছবির পরিচালক হেমেন গুপ্তই হোন, কিংবা শচীন দেব বর্মণ, সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার, বিশ্বজিৎ, প্রদীপ কুমার, জয় মুখার্জি, দেব মুখার্জি, সোমু মুখোপাধ্যায়, তনুজা, মান্না দে, আর ডি বর্মণ, জয়া বচ্চন, মৌসুমী চট্টো🌞পাধ্যায়, কাজল, রানি মুখোপাধ্যায়, সুস্মিতা সেন থেকে শুরু করে বাপ্পি লাহিড়ী, অমিত কুমার হয়ে অনুরাগ বসু, প্রীতম চক্রবর্তী, শ্রেয়া ঘোষাল, পরিচালক অয়ন মুখোপাধ্যায়, মৌনি রায় পর্যন্ত।

যেহেতু এই দুর্গাপুজোর অনুষ্ঠানস্থল মুম্বাই, তাই বাঙালি ও অবাঙালি নির্বিশেষে অভিনয় ও সংগীত জগতের তারকারা এই পুজোয় এসেছেন, অঞ্জলি দিয়েছেন, প্রার্থনা করেছেন, সারি দিয়ে বসে ভোগও খেয়েছেন। তাদের মধ্যে শাম্মী কাপুর, শশী কাপুর, মালা সিনহা, দেব আনন্দ, জিতেন্দ্র, অমিতাভ বচ্চন যেমন ছিলেন, তেমনই রয়েছেন অনুপম খের, অজয় দেবগন, প্রিয়াঙ্কা চোপড়া, রনবীর সিং, বরুণ ধাওয়ান, রনবীর কাপুর𒀰 আলিয়া ভাটেরাও।

এবারে এই পুজোর মণ্ডপসজ্জার মূল ভাবনা হলো ‘শিস মহল’। অবিভক্ত ভারত অথবা স্বাধীন ভারতের বিভিন্ন জায়গায় শিস মহলের স্থাপত্য, বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন রূপ নিয়েছে। মূলত রাজস্থানের শি𒆙স মহলের বহিরঙ্গের একটা আভাস, তার সঙ্গে এই পুজোর মণ্ডপসজ্জার ভেতরের অংশে  ‘বাজিরাও মাস্তানি’ ছবির বিখ্যাত মাস্তানি গান ‘দিওয়ানি হো গয়ি’র সেট আর কিছু স্বাধীন ভাবনাচিন্তা মিশিয়ে একটা মিক্🐈সড ফ্যান্টাসি তৈরি করা হয়েছে। তাই মুম্বাইয়ে মুখার্জিদের পুজোর প্রস্তুতি পর্বে দাঁড়িয়ে মনে হবে প্রপস, লাইটে এ যেন কোনো শুটিংয়েরই প্রস্তুতি।

সপ্তমী, অষ্টমী আর নবমীর সন্ধ্যার সংগীতানুষ্ঠানে এই পুজোয় হচ্ছে প্রীতম চক্রবর্ত🍰ী নাইট, সোনু নিগম নাইট আর অমিত কুমার 🍸নাইট।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!