ভারতের জনপ্রিয় অভিনেত্রী ভানুরেখা গণেশা। সকলের কাছে রেখা নামে পরিচিত তিনি। ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তবে এখন খুব বেশি সিনেমাꦫয় অভিনয় করতে দেখা যায় না তাকে। তবে সম্প্রতি অতিথিশিল্পী হতে ১৩ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন রেখা।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ এর প্রতিব♉েদনে জানায়, বলিউড অভিনেত্রী রেখাকে ‘গুম হ্যায় কিসিকে পেয়ার মে’-এর প্রোমোতে অতিথিশিল্পী হিসেবে দেখা যাবে। আর এই প্রোমোর জন্য অনেক টাকা চেয়েছেন তিনি।
সংবাদমধ্যমটি আরও জানায়, বিশেষ এই উপস্থিতির জন্য ১০ কোটি রুপি দাবি করেছেন রেখা। যা বাংলাদেশি মুদ্রায় ১৩ কোটি ২১ লাখ টাকারꦅ বেশি। যেখানে প্রধান চরিত্রদের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেবেন এই অভিনেত্রী।
রেখা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ইཧয়ামলা পাগলা দিওয়ানা: ফির সে’। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমাটিতে অতিথি চরিত্রে পর্দায় দেখা যায় তাকে।