• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রচনা লিখে ইংল্যান্ড ঘুরে আসার সুযোগ দিচ্ছে কমনওয়েলথ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৪, ০২:৪১ পিএম
রচনা লিখে ইংল্যান্ড ঘুরে আসার সুযোগ দিচ্ছে কমনওয়েলথ
ছবিঃ সংগৃহীত

পৃথিবীর সবচেয়ে পুরোনো প্রতিযোগিতা কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা অংশ নিয়ে ভ্রমণ করুন ইংল্যান্ড। প্রতিবছর হাজারেরও বেশি মানুষ অংশ নেন এ প্রতিযোগিতায়। 💫প্রতিবারের ন্যায় এবারও কমনওয়েলথ  এই সৃজনশীল রচনা প্রতিযোগিতা উন্মক্ত করেছে।

এ রচনা প্রতিযোগিতায় দুটি ক্যাটাগরিতে ( জুনিয়র ক্যাটাগরি ও সিনিয়র ক্যাটাগরি) অংশ নেওয়া যাবে। প্রতিটি ক্যাটাগরি থেকে দুজন করে মোট চারজন অংশগ্রহণকারী পাবেন এক সপ্ত♐াহের জন্য ইংল্যান্ড ভ্রমণের সুযোগ। এই প্রতিযোগিতায় অংশগ্রহনের ক্ষ☂েত্রে বিশেষ কিংবা শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই। নিজের লেখা রচনা অনলাইনে জমা দিতে হবে।

জুনিয়র ক্যাটাগরি
বয়স: ১৪ বছরের নিচে অর্থাৎ ১৬ মে ২০১০-এ𝕴র পর যাদের জন্ম তারা এই ক্যাটাগরি🍨তে অংশ নিতে পারবেন।

রচনার শব্দসংখ্যা: সর্বোচ্চ ৭৫০

সিনিয়র ক্যাটাগরি
বয়স: ১৪-১৮ বছর অর্থ😼াৎ ১৬ মে ২০০৫ থꦫেকে ১৫ মে ২০১০-এর মধ্যে যাদের জন্ম তারা এই ক্যাটাগরিতে অংশ নিতে পারবেন।

রচনার শব্দসংখ্যা: সর্বোচ্চ ১৫০০ হতে পারবে।

রচনা জমা দেওয়ার শেষ সময়
১৫ মে ২০২৪

বিস্🌺তারিত জানতে ও অনলাইনে রচনা জমা দিতে    এখানে ক্লিক করুন। 

Link copied!