জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ স✨াদাফ অবন্তিকার আত্মহত্যার বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের স্মারকলিপি দেওয়ার সংবাদ সংগ্ꦅরহ করতে গেলে গণমাধ্যমকর্মীদের কথা শুনিয়ে অপমান করে বের করে দেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।
বৃহস্পতিবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ে🐲র⛄ উপাচার্যের কনফারেন্স রুমে এ ঘটনা ঘটে।
এসময় উপাচার্য কনফারেন্স রুমে গণমাধ্যমকর্মীদের দেখে ক্ষিপ্ত হয়𓄧ে বলেন, “আপনারা এখানে কেন? এখানে তো শুধু শিক্ষার্থীরা থাকবে। গণমাধ্যম বের হলে আমি প্রবেশ করব।”
প্রেস বিফ্রিংয়ে꧙ এ বিষয়ে জিজ্ঞেস করা হলে উপাচার্য বলেন, 🌠“আমি সেটা পরবর্তীতে বিবেচনা করব।”
এরপর সব 🅠গণಌমাধ্যমকর্মী কনফারেন্স রুম থেকে বের হয়ে আসেন।
এ বিষয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীরা বলেন, “উ🐻পাচার্য সুন্দর করে বলতে পারেন। তিনি এভাবে তো অপমান করতে পারেন না। আজ আমরা উপাচার্যের বক্তব্য বর্জন করলাম।”