• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ঢাবিতে গণবিয়ে ২০ সেপ্টেম্বর, চলছে পাত্র-পাত্রীর সন্ধান


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪, ০২:৫৬ পিএম
ঢাবিতে গণবিয়ে ২০ সেপ্টেম্বর, চলছে পাত্র-পাত্রীর সন্ধান
গণবিয়ের কার্ড। ছবি : সংগৃহীত

স্বাধীনতা উদযাপন উপলক্ষে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীদের খরচে ঢাকꦿা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি𓃲) স্বাধীনতা ভোজ ও গণবিবাহের আয়োজন করা হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এই বিয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে পাত্র-পাত্রী খুঁজে বেড়াচ্ছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এ সংক্রꦗান্ত একটি কার্ড প্রকাশ করা হয়েছে।

এদিকে বিয়ে সংক্র🎉ান্ত কার্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অ🌱নেকে এটি ‘মজা’ হিসেবে নিয়েছেন।

শেহরিন আক্তার ইপা নামে এক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এক ফেসবুক গ্রুপে লেখেন, “জহুরুল হক হলে অনুষ্ঠিতব্য স্বাধীনতা ভোজ উৎসবকে কেন্দ্র করে আয়োজিত হতে যাচ্ছে ‘লায়লাতুল গণবিবাহ’। আপনারা যারা জহুরুল হক হলের সাবেক বা বর্তমান তারা চাইলে, আপনার পার্টনারকে রাজি করিয়ে আয়োজকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কিংবা পাত্রীরা জহুরুল হক হলের পাত্র চেয়ে যোꦺগাযোগ করতে পারেন।”

শেহরিন আক্তার ইপা আরও বলেন, “ওই দিনের সব খরচ জহুরুল হক হলের সাধারণ শিক্ষার্থীরা ব❀হন করবে। আমি একজন প্রফেশনাল মেহেদি আর্টিস্ট হিসেবে বিয়ের মেহেদি পরানোতে বিশেষ ভূ🐭মিকা রাখব বলে আশা করছি।”

এ বিষয়ে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী জহির রায়হান বলেন, “জুলাই বিপ্লবের পরে জহুরুল হক হলের গণবিবাহ কর্মসূচি একটা ইতিহাস রচিত করবে। ক্যাম্পাসে যারা রিলেশনশিপে আছেন এবং বিয়ে করতে চাচ্ছেন, তারা এই মহাযজ্ঞে শামিল হয়ে ইতিহাসের অংশ হতে পারেন। আর এদিন আমাদের হলের গরুভোজক♎ে আমরা বউভাত হিসেবে বিবেচনা করব।”

ঢাবির আরেক শিক্ষার্থী বলেন, “গণবিবাহের আয়োজন করা হয়েছে, এটা প্রসংশনীয় উদ্যোগ। তবে বিয়ের অনুষ্ঠান যেন দুই পরিবারের সম্মতিতে হয় এবং বর-কনের দু-পক্ষের বাবা-মা বা অভিভাবক যেন উপস্থিত থাকে, সেটা নিশ্চিত করবেন বলে আশা করছি। বিয়ে সবার জন্য মঙ্গল বয়ে আনুক।”
সূত্র : ডেইলি ক্যাম্পাস।

Link copied!