• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শাবিতে রুম সংকটে সাংস্কৃতিক কার্যক্রম ব্যাহত হচ্ছে


শাবি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৩, ০৫:২৫ পিএম
শাবিতে রুম সংকটে সাংস্কৃতিক কার্যক্রম ব্যাহত হচ্ছে
মতবিনিময় সভার দৃশ্য। ছবি: প্রতিনিধি

রুম সংকটে সাংস্কৃতিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞা꧅ন ও প্রযুক্তি বিশ্ববিদ𓆉্যালয়ের (শাবিপ্রবি) নাট্য বিষয়ক সংগঠন থিয়েটার সাস্ট এর সদস্যরা।

বৃহস🌞্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১১ টায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে🅠র সাথে এক মতবিনিময়কালে এসব কথা বলেন তারা।

মতবিনিময় সভায় প্রেসক্লাবের সহ-সভাপতি রাহাত হাসান মিশকাত এর সঞ্চালনায় ও সভাপতি নুꦐরুল ইসলাম রুদ্র এর সভাপতিত্বে থিয়েটার সাস্ট এর সভাপতি পলাশ বখতিয়ার, সহ-সভাপতি কৌশিক মজুমদার নীলয়, সাধারণ সম্প꧟াদক রানা বাবু, সাংগঠনিক সম্পাদক রশিদ আবরার, দপ্তর সম্পাদক মৃদুল রাজবংশী কৌশিক, সহ-সাধারণ সম্পাদক হালিমা খানম শশী, আলোক সম্পাদক নাফিজ রহমান সৌমিক, সহ-সাংগঠনিক সম্পাদক সানজিদা আক্তার ও সহ-প্রচার সম্পাদক কাজী ঝুমাইয়া হোসাইন উপস্থিত ছিলেন।

থিয়েটার সাস্ট এর সদস্যরা বলেন, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন গুলো দীর্ঘদিন ধরে রুম সংকটে ভুগছেন। ইউনিভার্সিটি সেন্টারের মাত্র দুটি রুমে সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সাংস্কৃতিক কর্মীরা। বর্তমানে এর সাথে নতুন করে যোগ হয়েছে বিভিন্ন বিভাগ। বিভাগগুলো থেকে শিক্ষার্থীদেরকে রুম না দেওয়ার ক♈ারণে তারাও এখানে এসে রিহার্সাল করেন। ফলে রুম সংক♌টের মাত্রা আরো বেশি তীব্র হয়েছে।

প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম রুদ্র বলেন, সাংস্কৃতিক সংগঠনগুলো বিশ্ববিদ্য🃏ালয়কে সবসময় আনন্দমুখর করে রাখে। থিয়েটার সাস্ট নাটকের মাধ্যমে সামাজিক অবক্ষয় তুলে ধরে নানা দিকনির্দেশনা প্রদান করে। তাদের কাজের ধারা অব্যাহত রাখতে শাবি প্রেসক্লাব সর্বদা পাশে থাকবে।

ম✱তবিনিময় শেষে শাবি প্রেসক্লাবকে একটি বই উপহার দেন থিয়েটার সাস্ট‍‍ౠ`র সদস্যরা। 

Link copied!