• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন শাবিপ্রবির ৪ শিক্ষক


শাবি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩, ০৫:০৭ পিএম
ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন শাবিপ্রবির ৪ শিক্ষক

গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিཧস্বরুপ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৪টি 💎অনুষদের চারজন শিক্ষককে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) সাস্ট রিচার্স সেন্টারের উ🍌দ্যোগে আয়োজিত ২ দিনব্যাপী ‘বার্ষিক গবেষণা সম্মেলনﷺ-২০২৩’ এর উদ্বোধনী দিনে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ অ্যাওয়ার্ডপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন অ্যাপ্লাইড সাইন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের অন্তর্ভুক্ত ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের (এফইটি) সহযোগী অধ্যাপক মো. আফজাল হোসেন, ফিজিক্যাল সাইন্সেস অনুষদের অন্তর্ভুক্ত ওশেনোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক মো. সোলাইমান হোসাইন, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, লাইফ সায়েন্সেস অনুষদের অন্তর্ভুক্ত জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্য⛄ান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান।

উদ্বোধনী 💦অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালꦕয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. হাসিনা খান।

ড. হাসিনা খান বলেন, “বর্তমানে শাবিপ্রবি শিক্ষকদের মধ্যে গবেষণার নেশা তৈরি হয়েছে, এটা অত্যন্ত ভালো দিক। শিক্ষা-গবেষণায় এই বিশ্ববিদ্যালয়ের অনেক সুনাম রয়েছে। তাই শিক্ষকদের প্রতি আহ্ব🐽ান জানাই চতুর্থ শিল্প-বিপ্লবকে সামনে রেখে আমাদের অনেক কিছু নিয়ে গবেষণা করার আছে। আমরা যেন পিছিয়ে না পড়ি সেজন্য আমাদের কাজ করতে হবে।” পরিশেষে বিশ্ববিদ্যালয়ে আরও গবেষণা বাড়িয়ে বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি প্রদানের প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপা🐬চার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, পূবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স♑াস্ট রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম। ভোট অব থ্যাংক্স প্রদান করেন♉ সাস্ট রিসার্চ সেন্টারের সদস্য অধ্যাপক এ জেড এম মঞ্জুর রশিদ।  

উদ্বোধনী♒ অনুষ্ঠানের শুরুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক🦋 ড. ইমদাদুল হকের মৃত্যুতে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Link copied!