শাহজালাল বিজ্ঞ𒈔ান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য চর্চা বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাবের’ ১৮ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা ꧟হয়েছে।
শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্বব🌠িদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ ও কেক কাটার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
সমাবেশে স্পিকার্স ক্লা🦄বের সভাপতি মো. জুলকার নাঈমের সভাপতিত্বে এবং সাধারণ ꦜসম্পাদক তীর্থ চন্দ্র দাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আফজাল হোসাইন।
আফজাল হোসাইন বলেন, “আজ শাহজালাল ইউনিভার্সিটি স🌊্পিকার্স ক্লাব ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর মধ্য দিয়েꦇ চির যৌবনে পদার্পণ করেছে। এটি সত্যিই আনন্দের। ক্লাবটির এই অগ্রযাত্রা যুগ যুগ ধরে অব্যাহত থাকুক।”
এ সময় মো. হোসাইন, আশরাফুল ইসলাম হিমেল, 🤪রুবেল হোসেন, জুয়েল হোসেন, ওমর মেহারাব, ফ🧜ায়েজ মোহাম্মদসহ সংগঠনের কার্যকরী কমিটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।