• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


“মোর জীবনের শেষ ভোট”


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: জুন ৯, ২০২৪, ১১:৫৮ এএম
“মোর জীবনের শেষ ভোট”

জরিনা বেগম। ১০২ বছর বয়স তার। ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই এক সহযোগীর সাহায্যে লাঠি ভর করে ভোট কেন্দ্রে আসেন এ বৃদ্ধা। পরে কেন্দ্রের বুথে ঢুকে 🎶জরিনা বেগম তার পছন্দের প্রার্থীদের ভোট দেন। 

রোববার (৯ জুন) ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে বরগুনার পাথরঘাটা ও বামনা দুটি উপজেলার মধ্যে কাকচিড়া সরকারি প🌠্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে এভাবেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেন বৃদ্ধা জরিনা বেগম।

জরিনা বেগম ডৌয়াতলা ইউনিয়নের খুডাখালি গ্রামের 𒐪মৃত▨্যু ওয়ারেচ আলীর স্ত্রী।

ভোট দেওয়ার পর জরিনা বেগম জানান, তার ডৌয়াতলা ইউনিয়নের খুডাখালি গ্রামে বসবাস। জীবনে তিনি অনে🤡কবার ভোট দিয়েছেন꧂। এবারেও ১০২ বছর বয়সে তিনি টিপ সইয়ের মাধ্যমে ভোট দিয়েছেন। 

তিনি বলেন, এরপর আল্লাহু মꦦোরে বাঁচ✤িয়ে রাখবে কি না তা তো মোর আর জানা নাই। এমন হতে পারে এটাও মোর জীবনের শেষ ভোট। 

Link copied!