• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


২ যুবককে মারধরের ঘটনায় বিএসএফের দুঃখ প্রকাশ


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১, ০৫:৪৬ পিএম
২ যুবককে মারধরের ঘটনায় বিএসএফের দুঃখ প্রকাশ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দুই বাংলাদেশি যুবককে মারধরের ঘ🙈টনায় দুঃখ প্রকাশ করেছে বিএসএফ।

সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিজিবি তাৎক্ষণিক 💙প্রতিবাদ জানালে সন্ধ্যায় পতাকা বৈঠকে মিলিত হয়ে বিএসএফ এ ঘটনায় দুঃখ প্রকাশ করে।

ভুক্তভোগি দুই যুবকর হলেন নীলফামারীর ডিমলার দক্ষিণไ খড়িবাড়ি গ্রামের আব্দুল করিমের ছেলে জয়নাল আবেদীন (৩২) ও একই এলাকার রশিদুল ইসলামের ছেলে আল মামুন (৩০)।

সোমবার জয়নাল আবেদীন (৩২) ও আল মামুন (৩০) ভুল করে ভারতীয় তিনবিঘা করিডর গেট ও সড়ক ট্রাফিক পয়েন্টের বাম দিকের সড়ক হয়ে♌ প্রায় একশ গজ ভেতরে মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়ে।

এসময় ভারতীয় তিনবিঘা ক্যাম্পের টহল দলের বিএস𒉰এফ সদস্যরা ওই দুই বাংলাদেশিকে 𓄧আটক করে। পরে রাইফেল দিয়ে এলোপাতাড়ি মারধর করে আহত অবস্থায় তাদের ছেড়ে দেয়।

আহত দুজন তিনবিঘা করিডর পানবাড়ি চেকপোস্টে এসে দায়িত্বরত বিজিবি সদস্যদের এ ঘটনা জানান। বিজিবি তাৎক্ষণিক বাংলাদেশি দুই🃏 যুবককে মারধরের প্রতিব♑াদ করে ও পতাকা বৈঠকের আহ্বান জানায়।

৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি ক্যাম্পের কমান্ডার সুবেদার নজরুল ইসলাম বলেন, “ভুল করে বাংলাদেশি যুবকের প্রবেশ ও𒁃 বিএসএফের এমন আচরণের ঘটনায় প্রতিবাদ জানিয়েছি। এ ঘটনায় পতাকা বৈঠকে বিএসএফ দুঃখ প্রকাশ করেছে।”

২০১১ সালের ১৯ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি ও আলোচনার মাধ্যমে আলোচিত তিনবিঘা করিডর গেট ২৪ ঘণ্টা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেন। 
 

Link copied!