চাঁপা🦩ইনবাবগঞ্জের চকপাড়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৪৪ ভরি স্বর্ণসহ আব্দুর রহিম (৩০) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস𒁏্পতিব🀅ার (১২ অক্টোবর) রাতে জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধুপপুকুর তিন রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আব্দুর র♛𓂃াহিম জেলার ভোলাহাট উপজেলার ফুটানী বাজার এলাকার চামুচা গ্রামের জাহানারা বেগম ও মৃত লোকমান আলীর ছেলে।
বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধুপপুকুর তিন র🎶াস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে রহিমকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪৪ ভরি ১৩ আনা স্বর্ণ ও ১৮ হাজার ৮৯৫ টাকা জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের মূল্য ৪৩ লাখ ৬৭ হাজার ৬৭৯ টাকা।
💖জব্দকৃত স্বর্ণ ও টাকা ট্রেজারিতে জমা করা হয়েছে এবং আটক আসামিকে শিবগঞ্জ থানায় 🙈সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।