মুন্সিগঞ্জ সদরের রামপালে বিয়ে বাড়িতে লাইটিং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হৃদয় হোসেন মোল্লা নামের এক যুবকের মৃ✤ত্যু হয়েছে।
বুধবার (♎১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রামপাল ইউনিয়💫নের কালঞ্চিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হৃদয় রঘুরামপুর এলাকার শাহ আলম মোল্লার ছেলে। হৃদয় পেশায় একজন ইলেকট্রিশিয়ান।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যা💖য় হৃদয় কালঞ্চিপাড়া এলাকায় একটি বিয়ে বাড়িতে লাইটিংয়ের কাজ করতে যান। কাজের মাঝে হঠাৎ সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওপর থেকে নিচে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের 🌄জরুরি বিভাগের চিকিৎসক এম এ কালাম প্রধান বলেন,📖 “সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হৃদয়কে হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। তার শরীরের অধিকাংশ স্থান পুড়ে গেছে।”