শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে 𒊎বজ্রপাতে আহত হয়ে খোকন মাদবর নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৩০ জুন⛄) সকালে জাজিরা উপজেলার চিডারচর এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত খোকন মাদবর জাজিরা উপজেলার পালেরচর ইউ꧑নিয়নের কাদির মাদবর কান্দি গ্রামের নুরু মাদবরের ছেলে।
স্থানীয়রা জানান, খোকন মাদবর পেশায় একজন জেলে। শনিবার (২৯ জুন) রাতে পদ্মা নদীতে চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরার ফাঁদ পেতে রেখে বাড়িতে চলে আসে খোকন। পরে রোববার ভোরে তিনি নৌকা নিয়ে ওই জাল তুলতে নদীতে যান। পদ্মা নদীর পশ্চিম চিডারচর এলাকা থেকে জাল তোলার সময় হঠাৎ বজ্রপাতে খোকন অসুস্থ্য হয়ে পড়েন। এসময় অন্য জেলেরা🍬 তাকে উদ্ধারে করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসক খোকন মাদবরকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খোকন মাদবর চায়না দুয়ারি জাল তুলতে নদীতে গিয়েছিলেন। সেখানে বজ্রপাতে তার༺ মৃত্যু হয়েছে। খোকন মাদবরের মরদেཧহ জাজিরা হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে।