নীলফামারীর সৈয়দপ😼ুরে ২০০২ সালে যাত্রা শুরু করা বিশ্বের প্রথম ফাইলেরিয়া হাসপাতালের অনুমোদন না থাকায় সেটি সিলগালা করা হয়েছে।
বুধবার (১২ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত ওই হাসপাতালে অভিযান পরি🧸চালনা করেন নীলফামারীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবু হেনা মোস্তফা কামাল।
অভিযান শেষে ডা. 💟আবু হেনা মোস্তফা কামাল বলেন, “পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আমরা খোঁজ নিয়ে জানতে পারি যে এ ফাইলেরিয়া হাসপাতালের অনুমোদন নেই। হাসপাতালটি চালাতে যা যা থাকা দরকার, সেগুলোর অনেক ঘাটতি রয়েছে। অনুমোদন না থাকায় হাসপাতালটি সিলগালা করা হয়েছে।”
অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু মো. আল🌞েমুল বাশার ও সৈয়দপুর🐼 উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আলতাফ হোসেন।
২০০২ সালে জাপান সরকারের অর্থায়নে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকা ৭৫ শতাংশ জায়গার উপরে য🧸াত্রা শুরু করে ফাইলেরিয়া হ🔴াসপাতালটি। বেসরকারি প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ক্লিনিক্যাল ইম্যুনোলজি (আইএসিআইবি) হাসপাতালটি প্রতিষ্ঠার দায়িত্বে ছিল।