সাভারের আশুলিয়ায় পুলিশের তোপের মুখে পড়ে༺ আন্দোলনরত শ্রমিকরা সড়ক ছেড়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) বেলা ৩টার দিকে পুলিশ জলকামান ব্যবহার করে ♎শ্রমিকদের সড়ক থেকে সড়িয়ে দেন।
এর আগে এদিন সকালে আব্দুল্লাহপুর-ডিইপিজেড-আশুলিয়া সড়কের নরসিংহপুর এলাকায় শারমিন গ্রুপের সামরিক চাকরিচ্যুত কয়েকশ শ্রমিꦬক সড়ক অবরোধ করেন।
শ্রমিকরা জানান, কা𝐆রখানায় কর্মরত ৪৩০জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এ নিয়ে প্রথমে গ্রামীন কনভেনশন সেন্টার এবং পরে রাজ পার্কে বসা হয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি। পরে ছাঁটাইকৃত শ্রমিকরা আজ সড়কে অবস্থান নেন। কিন্তু বেলা ৩টার দিকে পুলিশ জলকা🥃মান ব্যবহার করে সবাইকে সড়িয়ে দেন।
শিল্প পুলিশ জানায়, শারমিন গ্রুপের কিছু শ্রমিকের বিরুদ্ধে কারখানার ভাঙচুরসহ একাধিক বিশৃঙ্খলার 🏅অভিযোগ রয়েছে। এসকল অভিযোগের ভিত্তিতে কারখানার মালিকপক্ষ তিন দফায়💎 নোটিশ জারি করে এবং জড়িতদের শোকজ ও চাকরি থেকে সাময়িক বহিষ্কার করে।
আশুলিয়া শিল্প-১ এর পু𝄹লিশ সুপার মোহাম্মদ মোমিনুল🔯 ইসলাম ভূঁইয়া বলেন, “শ্রমিকদের চাকরিচ্যুত করা ও পাওনা পরিশোধ করা নিয়ে কয়েক দফায় বসা হয়েছে। কিন্তু এখনো কোনো সমাধান হয়নি। তবে আবার পুনরায় মালিকপক্ষসহ সমাধানের লক্ষ্যে আলোচনা চলছে।”