• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ৩ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বকেয়া বেতন, কারখানা খোলার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৪, ০২:০৯ পিএম
বকেয়া বেতন, কারখানা খোলার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

বক🙈েয়া বেতন ও কারখানা খোলার দাবিতে বিক্ষোভ করছেন গাজীপুরে এইচ আর ওয়ান ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকেরা। বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১০ কিলোমিটার যানজট তৈরি হয়।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় মহানগরীর দক্ষিণ সালনা পলাশটেক এলাকা🧸য় শ্রমিকরা মহাꦇসড়কে অবস্থান নেন।

সালনা হাইওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোཧ. ছালেহ আহমেদ জানান, সকাল ১০টা থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর ১২টার দিকে তারা সড়ক ছেড়ে যান।

শ্রমিকেরা জানান, তিন মাসের বেতন বকেয়া রেখে কারখানা কর্তৃপক্ষ আমাদের না জানিয়ে শ্রম আইনের ১৩/১ ধারায় অনির্দিষ্টকালের জন্য কারখান🐼া বন্ধ ঘোষণা করেছে। আজ সকালে কাজে এসে দেখি কারখানা বন্ধ এবং তালাবদ্ধ। মালিকের সঙ🔯্গে যোগাযোগ করা যাচ্ছে না।

আসমা খাতুন 🅰নামের এক শ্রমিক বলেন, “তিন মাসের বেতন পাইনি আমরা। বাড়ি ভাড়া দেবো কীভাবে? খাবো কী?”

কারখানার কোয়ালিটি ইনস🉐্পেকটর নাজমুল ইসলাম বলেন, “বৃহস্পতিবার আমরা কাজ করেছি। শুক্রবার বন্ধ ছিল। শুনেছি গতকাল রাতে কꦓারখানা বন্ধ করে মালিক চলে গেছে। অনেক শ্রমিক চার মাস ধরেও বেতন পায় না।”

গাজীপুর শিল্প পুলিশের♊ পরিদর্শক ফারুক মিয়া𓄧 বলেন, শ্রমিকেরা মহাসড়ক বন্ধ করেছে।

এ ব্যাপারে এইচ আর ওয়ান ফ্যাশন লিওমিটেড কারখানার মালিক মো. হাতেমকে মোবাইল ফোনে একাধিকবার কল♒ করা হলেও তিনি কল ধরেননি।

এদিকে, গাজীপুꦦরের ✤কোনাবাড়ীতে বেতন বৃদ্ধিসহ ১৯ দফা দাবিতে বিক্ষোভ করছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

শিল্প পুলিশ জান🐻ায়, যমুনা গ্রুপের যমুনা ডেনিমস লিমিটেড কারখানার সকাল থেকে বিক্ষোভ করছে।

✃সকাল ৮টায় কাজে যোগদান না করে কোনাবাড়ী কাশেমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন ✨তারা।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সড়ক থেকে শ্রমিকরা কারখানায় এসেছে। মালিকপক্ষ জানিয়েছে, দাবিগুলো নিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা ক♑🐼রে সমস্যা সমাধান করবে।

Link copied!