সাহা꧟রা বেগম নামের এক গৃহবধূর কাছ থেকে ঘুষ চাওয়ার অভিযোগে রাজ🐼শাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলমকে প্রত্যাহার করেছেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান। তাকে চারঘাট থানা থেকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) সকা𝔍লে জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রফিকুল আলম ꦺএ তথ্য নিশ্চিত করেছেন।
সাহারা বেগমের বাড়ি চারঘাট থানার চামটা গ্রামে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৩ সেপ্টেম্বর দুপুরে ওসি মাহবুবুল তার কোয়ার্টারের শয়নকক্ষে ডেকে নিয়ে সাহারা বেগমের কাছে ৫ লাখ টাকা দাবি করেন। এ টাকা দিলে তাকে অবাধে মাদক ব্যবসা করতে দেবেন বলে জানান ওসি। এ নিয়ে শনিবার রাজশাহীর এসপির কাছে লিখিত অভিযোগ দেন ওই নারী। অভিযো𝐆গের সঙ্গে রেকর্ড করে রাখা ৬ মিনিটি ৫৩ সেকেন্ডের কথোপকথনের অডিও জমা দেওয়া🔯 হয়।
জেলার অতিরিক্ত পুল🎶িশ সু﷽পার ও মিডিয়া সেলের মুখপাত্র রফিকুল আলম বলেন, “ঘুষ চাওয়ার ঘটনা যদি সত্যি হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে তাকে প্রত্যাহার করা হয়েছে।”