৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরি🃏ষদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
বুধবার (৫ জুন) সকাল ১০টা ৪৭ মিনিটে ছাগলনাইয়া চাঁদগাজী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মজুমদার (কাপ-পিরিচ মার্কায়) ভ♈োটারদের সঙ্গে কথা বলছে।💫
এ সময় কেন্দ্রে কয়েকজন সাংবাদিককে সেখানে উপস্থিত। ১০ মিনিট পর প্রার্থী ও সাংবাদিক কেন্দ্র থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়িয়ে থাকা প্রায় দে😼ড় শতাধিক নারী-পুরুষ লাইন থেকে বেরিয়ে চলে যাচ্ছে। প্রার্থীর রিজার্ভে থাকা নারীদের জন্য খাওয়াসহ বিভিন্ন ব্যবস্থা আছে বলে স্থানীয়রা জানান।
প্রার্থী মিজানুর রহমান মজুমদার এক প্রতিক্রিয়ায় বলেন, ভোটের আগেই আ🐼মি চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছি, এমন সংবাদ ছড়িয়ে পড়ায় কেন্দ্রে ๊কেন্দ্রে ভোটার উপস্থিতি কম।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজনরা জানান, চাঁদগাজী স্কুল অ্যান্ড কলেজের দুটি কক্ষে আশপাশের বাড়ির নারী-পুরুষদের এনে বসিয়ে রাখা হয়েছে। ওখানে না✃স্তা ও খাবার-দাবারেরও ব্যবস্থা আছে। প্রার্থী ও সাংবাদিকরা এলে খবর দিলে সকলে লাইনে দাঁড়ায়। প্রার্থী চলে গেলে সাংবাদিকরা ছবি তোলা শেষ হলে তারা আবার লাইনে দাঁড়ায় পরে রুমে গিয়ে অ๊পেক্ষা করেন।
লাইনে দাঁড়ানো নারীরা বলেন, “আমাদের কাজ শেষ প্রার্থী এসেছে আমাদের দেখেছে, সাংবাদিকরা আমাদের ছবি তুলেছে। তাই আমাদের কাজ শেষ আমরা চলে যাচ্ছি।
অন্যদিকে কেন্দ্রের বুথগুলোতে সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারদের মোবাইলে ব্রাউজিং করাসহ অলস সময় কাটাতে দেখা ൲গেছে।”
বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার🐟 মো: শাহ এমরান ভূইয়া জানান এ কেন্দ্রে ১০ টি বুথে ৪১১০ জন ভোটারের মধ্যে সকাল ১০ টা পর্যন্ত ১꧋৬৩ ভোটগ্রহণ করা হয়েছে।
নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব, পুলিশ, বিজিবি আনসার সদস্যদের পাশাপাশি নির্বাহী ম্🌱যাজিস্ট্রেট নিয়োজিত আছেন। এরমধ্যে ৩ প্লাটুন বিজিবি, ১ প্লাটুন ⛄ব্যাটেলিয়ন আনসার, পুলিশের ১১টি মোবাইল টিম কাজ করছে।
ছাগলনাইয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন ও ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। ছাগল💛নাইয়া উপজেলায় মোট ভোটার রয়েছেন ১ লাখ ৬৯ হাজার ১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮৭ হাজার ৬৪৯ জন এবং নারী ভোটার ৮১ হাজার ৩৫১ জন। এ উপজেলায় ৩য় লিঙ্গের ভোটার রয়েছে ১ জন। উপজেলার ৫ ইউনিয়ন ও ১ পৌরসভার ৫৪ টি ভোটকেন্দ্রের ৪২৫টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।