পাবনা আইডিয়াল হাসপাতাল নামের একটি🐼 বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় এক ঘণ্টার ব্যবধানে দুই প্রসূতির মৃত্যু হয়েছে।
রোববার (১৪ এপ্রিল) রাত 🐼৩টার দিকে পৃথক পৃথক চিকিৎসকের সিজারিয়ান অপারেশনে এই ঘটনা ঘটে। এ ঘটনার পর হাসপাতা🍨লটি সীলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
নিহত দুই প্রসূ🉐তি হলেন পাবনার আটঘরিয়া উপজেলার খিদিরপুরের স্বপ্না খাতুন এবং কুষ্টিয়ার শিলাইদহ গ্রামের মাহবুব বিশ্বাসের স্ত্রী ইনসানা খাতুন।
নিহতদের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, ইনসানা খাতুনের সিজারিয়ান অপারেশন করেন ডাক্তার জাহিদা জহুরা লীজা। তার ভুল চিকিৎ🎃সায় ইনসানার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।
অপরদিকে ডাক্তার কাজী নাহিদা আক্তার লিপি একই হাসপাতালে স্বপ্না খাতুনের সি🌸জারিয়ান অপারেশন করেন। এ পরিবারও ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু অভিযোগ করেছেন।
নিহ𝕴তℱের স্বজন ও স্থানীয়রা জানান, ইতোপূর্বেও এই হাসপাতালের বিরুদ্ধে রোগীর ভুল চিকিৎসা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারে রোগী মৃত্যুর অভিযোগ রয়েছে।
পাবনা আইডিয়াল হাসপাতালের দায়িত্বশীল আব্দুল্লাহ আরিফ বলেন, “আমরা সবসময় রোগীকে ভালো চিকিৎসা ও ভালো ওষুধ দিয়ে থাকি। অভিযোগগুলো সঠি🗹ক নয়। স্বাস্থ্য বিভাগের লোকজ𒀰ন এসেছিলেন, তারা তদন্ত করেছেন। তাদের তদন্তেই বেড়িয়ে আসবে প্রকৃত ঘটনা।”
এ বিষয়ে পাবনার সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান জানান, ঘটনাটি জানার পর ওই হাসপাতাল পরিদর্শণ করা হয়েছে। প্রাথমিকভাবে হাসপাতালটি সীলগালা করা হয়েছে। একই সঙ্গে ঘটনা অনুসন্ধানে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী 🦩পদক্ষেপ গ্রহণ করা হবে।
পাবনার অতিরিক্তꦯ পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম বলেন, “ঘটনাটি শুনেছি। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলꦦে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”