• ঢাকা
  • শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ১৫ ভাদ্র ১৪৩১, ২৪ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শহীদ মিনার সড়কে আঁকা আলপনায় একুশের চেতনা


ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৪, ০৬:২৩ পিএম
শহীদ মিনার সড়কে আঁকা আলপনায় একুশের চেতনা

ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা ও একুশের চেতনাকে লালন, ধারণ ও বিস্তার ঘটানোর জন্য ঠাকুরগাঁওয়ে সড়কে রং-তুলিতে আঁকা হয়েছে দীর্ঘ আ♕লপনা। জেলা শহীদ মিনার সংলগ্ন পূর্ব পাশের সড়কে আলপনা আঁকায় অংশ নেন শিশুসহ বিভিন্ন পেশার মানুষ।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে আলপনা আঁকা কার্যক্রমের শুরু হয়। সড়কে আঁকা🅘 লাল, নীল, হলুদ, সাদাসহ নানা রঙের বর্ণিল আল🐟পনা মানুষের নজর কেড়েছে।

আলপনা আঁকতে আসা রিমা ইয়াসমিন নামের এক শিক্ষার্থী বলেন, “ভাষার জন্য কোনো কিছু করতে না পারলেও 🍸ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আলপনা আঁকতে আমার খুবই ভালো লাগে। শহীদদের 🐓জন্য যেটুকু সময় পাই, তা কাজে লাগানোর চেষ্টা করি। তাই আজ এখানে আলপনা আঁকতে এসেছি।”

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমান বলেন, “একুশ মানে ভাষাশহীদদের হারানোর শোক। নতুন প্রজম্মকে একুশের চেনতা স꧑ম্পর্কে উদ্বুদ্ধ করতে আমাদের এই আয়োজন।”

Link copied!