মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি ডিম বিক্রি 📖হয়েছে ১৯ হাজার টাকায়। তবে বাজার থেকে নয়, মসজিদে দানকৃত ওই ডিমটি নিলামে বিক্রি হয়। শ্রীমঙ্💝গল উপজেলার মির্জাপুর বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পবিত্র শবে কদরের রাতে মির্জাপুর জামে মসজিদে একজন একটি ডিম দান করেন। রোববার উন্মুক্ত নিলাম হয় ডিমটির। এ সময় ম𒉰ুসল্লিরা ডাকে অংশ নেন। শুরুতেই ৫০০ টাকা দাম ওঠে ডিমটির। এরপ♑র একে একে বাড়তে থাকে দাম। সবশেষ ১৯ হাজার টাকা দাম বলেন সালেহ আহম্মেদ নামের একজন মুসল্লি। এই দামেই ডিমটি তার কাছে বিক্রি করে মসজিদ কমিটি।
নিলামে ডিম কেনা সালেহ আহমদ বলেন, “মহান আল্লাহর সন্তুষ্টি পেতে 🥂ডিমটি এত দামে কিনেছি। মসজিদের জিনিস বেশি দামে কিনলে আমার ওই টাকা আখিরাতে কাজে দেবে।”
শ্রীমঙ্গল জামে মসজিদে নিলামে একটি আতাফল ১৫০০ টাকায় বিক্💯রি হয়। শহরের স্থানীয় এক ব্যবসায়ღী ওই আতাফলটি ১ হাজার ৫০০ টাকায় কিনে নেন।