• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শেখ কামালের জন্মবার্ষিকীতে যমুনা নদীতে সাঁতার প্রতিযোগিতা


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৩, ০৮:৩০ পিএম
শেখ কামালের জন্মবার্ষিকীতে যমুনা নদীতে সাঁতার প্রতিযোগিতা

শহীদ ক্যাপ্টেন শে𒁃খ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে যমুনা নদীতে ৫০ কিলোমিটাꦚর সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (৫ আগস্ট) সিরাজগঞ্জ হার্ডপয়েন্ট থেকে চৌহালী উপজেলা সদর পর্যন্ত ৫০ কিলোমিটার দীর্ঘ এ প্রতিযোগিতౠা অনুষ্ঠিত হয়।

সাঁতার সম্পর্কে মানুষকে আগ্রহী করতে সিরাজগঞꦰ্জ ও টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই আয়োজন করা হয়। প্রতিযোগ꧒িতায় বিভিন্ন জেলার মোট ১৬ জন সাঁতারু অংশগ্রহণ করেন।

এর আগে প্রতিযোগিতায় অংশ নিতে সারা দেশ থেকে নামকরা মোট ১৭ জন সাঁতারু রেজিস্ট্রেশন করেন। তারা সকাল ৯টায় হার্ড পয়েন্ট এলাকা থেকে যমুনা নদীতে ঝাঁপ দেন। সাঁতার কেটে ৫০๊ কিলোমিটার দূরে চৌহালীর খাষকাউলিয়া জোতপাড়া ঘাটে পৌঁছান বিকালের দিকে।

এ সময় বিজয়ীদের ফুল দিয়ে বরণ করে নেন চৌহালীর ইউএনও মাহবুব হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাই🐬ফুল ইসলামস🍃হ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এদিকে সাতার প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছেন বগুড়া জেলার রাব্বি হোসেন ও মোছা. সোহাগী খাতুন এবং তৃতীয় স্থান অর্জন কর🅺েছেন টাঙ্গাইলের বদর আলী।

এদিকে সাঁতꦛার প্রতিযোগিতায় দ༺েখতে যমুনার পাড়ে হাজার হাজার মানুষ ভিড় করেন।

সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসার আল-আমীন, চৌহালী উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদসহ জনপ্রতিন😼িধিরা উপস্𒅌থিত ছিলেন।

Link copied!