• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মোটরসাইকেলের জন্য প্রস্তুত পদ্মা সেতুর নির্দিষ্ট লেন


মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৩, ০২:০২ পিএম
মোটরসাইকেলের জন্য প্রস্তুত পদ্মা সেতুর নির্দিষ্ট লেন

দীর্ঘ প্রতিক্ষার পর প্রধানমন্ত্রীর ﷽নির্দেশে বৃহস্পতিবার (১৯ এপ্রিল) থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এরইমধ্যে সেতুর উভয়প্রান্তের টোল প্লাজাসহ সার্বিক প্রস্তুতি স𒐪ম্পন্ন হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়াপ্রান্তের টোলপ্লাজা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ ক𓆏থা জানান সেতু সচিব মো. ꧃মনজুর হোসেন।

সেতু সচিব বলেন, “পদ্মা সেতুর উপরে সব যানবাহনের সর্বোচ্চ গতিসীমা ৬০ কিলোমিটার। মোটরসাইকেলের জন্যও একই গতিসীমা নির্ধারণ করা হয়েছে। কোনো যানবাহন ৬০ কিলোমিটারের বেশি গতিতে চললে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব🐲্যবস্থা নেবে।”

মনজুর হোসেন বলেন, “একটি বাইক ডেডিকেটেড টোল বুথে গড়ে প্রতি মিনিটে চারটি বাইক পার হতে পারবে। পাশাপাশি অন্য বুথ ফাঁকা থাকলে সেদিক দিয়েও বাইক পার করার নির্দেশনা দেওয়া আছে। সব মিলিয়ে এবারের ঈদযাত্রায় আমরা প্রস্তুত আছি। এখন যদি যাত্রীরাও প্রস্তুত থাকেন অর্থাৎ নিয়ম মেনে পদ্মা সেতুসহ সব সেতু ꧙পার হন তাহলে ঈদের যাত্রা সবার জন্য স্বাচ্ছন্দ্যের হবে।”

আগামীতে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি বহাল থাকবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে🍸 মনজুর হোসেন বলেন, “নিয়মের মধ্যে থাকলে ঈদযাত্রা ছাড়াও পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে কিনা সে বিষয়টি বিবেচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।”

এ সময় পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের, নির্বাহী প্রকৌশলী রজ্জব আল🐷ীসহ সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকতা ও স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!