• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বাসে দেখে প্রেম, মেলামেশা, অতঃপর আত্মহত্যার হুমকি


গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুন ৯, ২০২৪, ০৮:০৩ পিএম
বাসে দেখে প্রেম, মেলামেশা, অতঃপর আত্মহত্যার হুমকি

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশন করছেন মেরিনไা আক্তার (২৪) নামের এক নারী। দাবি না মানলে প্রেমিকের বাড়িতে আমরণ অনশনের ঘোষণা দিয়েছে তিনি।

শনিবার (৮ জুন) থেকে উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামে প্রেমিক🌠 আরাফাত মোল্যার বাড়িতে এ অনশন শুরু করে𓄧ছেন তিনি। আরাফাত ওই গ্রামের জুলফিকার মোল্যার ছেলে। এ ঘটনার পর বাড়ি ছেড়ে পালিয়েছেন প্রেমিক আরাফাত।

মেরিনা উপজেলার⛄ পু🍎ইশুর ইউনিয়নের দেবাশুর গ্রামের এসএম মিজানুর রহমানের মেয়ে। স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি বাবার বাড়িতে থাকেন। তার এক পুত্রসন্তানও রয়েছে।

মꦏেরিনা জানান, ৬ মাস আগে চাকরির জন্য মেরিনা গোপালগঞ্জ শহরে যান। সেদিন বাসে করে বাড়িতে ফেরার সময় পরিচয় হয় এক সন্তানের জনক আরাফাত মোল্যার সঙ্গে। এরপর থেকে তাদের দুজনের মোবাইল ফোনে কথা হয়। কথা বলার𝓰 একপর্যায়ে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক।

স্বামী-স্ত্রী পরিচয়ে বিভিন্ন স্থানে ঘুরতে যান তারা𒀰। এ সময় তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। এক সময় বিয়ের জন্য ওই নারী আরাফাতকে চাপ দিতে থাকেন। তখন নানা তালবাহানা শুরু করেন আরাফাত। একপর্যায়ে প্রেমিক আরাফাত সবধরনের যোগাযোগ বন্ধ করে দেন।

ওই নারী আরাফাতের খোঁজে ছুটে আসেন তার বাড়িতে। এসে জানতে পারেন, আরাফাতের স্ত্রী-সন্তান রয়েছে। নিরুপায় হয়ে বিয়ের দাবিতে ওই বাড়িতে অবস্থান নেন। দুইদিন ধরে সেখানে অনশন করেছেন মেরিনা। বিꦿয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন তিনি।

ভুক্তভোগী মেরিনা বলেন, “বিয়ের আশ্বাসে আরাফাত আমার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে। আমার সর্বনাশ করেছে সে। এখন বিয়ে না করলে আমি সমাজে মুখ দেখাতে পারব না। মরা ছাড়া আমার কোনো উ🍃পায় নেই।”

অভিযুক্ত আরাফাত মোল্যা আত্মগোপনে থাকায় এ বিষয় তার বক্তব্য নেওয়া সম্ভব 🥂হ💯য়নি।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফা𓆏ঁড়ির ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “এ ধরনের কোনো অভিযোগ পাইনি। তবে ওই নারী অভিযোগ দিলে তাকে আইনি সহায়তা দেওয়া হবে।”

Link copied!