• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: মে ১৯, ২০২৪, ০২:৫৯ পিএম
বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

পাবনার সুজানগর উপজেলায় বাড়ি থেকে তুলে নিꦫয়ে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (১৮ মে) অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে মামল𓄧া হয়েছে।

এর আগে শুক্রবার (১৭ মে) রাতে উপজেলার ভাটপাড়া ম🦄হল্লায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তাকে পাবনꦦা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যায় ওই ছাত্রী। এ সময় এলাকার বখাটে যুবক ইমন, সাজিদ ও বারেক 🎉তাকে তুলে নিয়ে যান। তারা পাশের নির্মাণাধীন একটি ভবনে𝓡 নিয়ে এলাকার সাব্বির ও তুহিন নামে আরও দুজনকে ডেকে নিয়ে আসেন। পরে পাঁচ যুবক ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন।

আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে 🔯অভিযুক্তরা পালিয়ে যান। পরে স্থানীয়রা পরিবারের লোকজনকে খবর দিলে তারা তাকে উদ্ধার কর༺েন।

মামলার বাদী ভুক্তভোগীর নানি জানান, তার নাতনিকে উদ﷽্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হ꧅য়েছে।

তিনি বলেন,✤ “ওই যুꦗবকরা গত ১৪ মে আমার এক ছেলের দোকান ভাঙচুর করেছে। এবার তারাই শুক্রবার রাতে বাড়ি থেকে তুলে নিয়ে আমার নাতনিকে ধর্ষণ করেছে।”

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিꦚ) জালাল উদ্দীন জানান, ধর্ষণের ঘটনায় রাতেই ভুক্তভোগীর নানি মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলꦇছে।

Link copied!