• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরলেন রেজাউল


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৪, ০৩:১৫ পিএম
সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরলেন রেজাউল
আহত রেজাউল পাইক। ছবি : প্রতিনিধি

সাতক্ষীরার সুন🍰্দরবনে বাঘের সঙ্গে লড়াই করে প্রাণে বেঁচে 🦹ফিরেছেন রেজাউল পাইক নামের এক জেলে।

শনিবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে সুন্দরবনের ছবেদ আলির খাল সংলগ্ন এলাকায় বাঘের আক্রমণের শি🌼কার হন রেজাউল।

তিনি শ্যামনগর উপজেলার মুন্সীগন্জ ইউনিয়নের🌌 পার্শ্বেখালি গ্রামের মৃত সুরাত পা👍ইকের ছেলে।

বনবিভাগের কৈখালী স্টেশন কর্মকর্তা সলজ কুমার দ্বীপ বিষয়ট💧ি নিশ্চিত করেছেন।

রেজাউল পাইকের পরিবার সূত্রে জানা যায়, রেজাউল প♕াইক নিজের বাড়ির জন্য জ্বালানি কাঠ সংগ্রহ করতে সুন্দরবনে গিয়েছিলেন। ছবেদ আলির খাল সংলগ্ন এলাকায় জ্বালানি সংগ্রহের সময় একটি বাঘ তার ওপর হামলে পড়ে। এসময় প্রাণে বাঁচতে হাতে থাকা দা দিয়ে বাঘের মুখে আঘাত করেন তিনি। এক পর্যায়ে বাঘটি তাকে ছেড়ে চলে যায়।  

আহত রেজাউল শ্রবণ প্রতিবন্ধী বলে জা๊না গেছে। তিনি 🌺এখন নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

Link copied!