• ঢাকা
  • শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অনুষ্ঠিত হয়ে গেল ‘রায়পুরা ম্যারাথন’


নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪, ১২:০০ পিএম
অনুষ্ঠিত হয়ে গেল ‘রায়পুরা ম্যারাথন’

নরসিংদীতে অনুষ্ঠিত হয়ে গেল ‘রায়পুরা ম্যার♍াথন’। শুক্র♎বার (৮ নভেম্বর) ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত ম্যারাথনে তিন ক্যাটাগরিতে অংশ নেন দেশ-বিদেশের ৬০০ জন দৌড়বিদ। উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিটি যৌথ ভাবে আয়োজন করে এ ম্যারাথনের।

ম্যারাথনে অংশ নিতে জড়ো হন চীন, জাপান, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, রাশিয়া ও চেক রিপাবলিকের ১৫ জন নাগরিকসহ দেশের বিভিন্ন অঞ্চলের দৌড়বিদরা। শুক্রবার শীতের ভোরে রায়পুরা উপজেলা পরিষদ মাঠে একত্রিত হন আগে থেকেই রেজিস্ট্রেশন করা এসব দৌড়বিদ। বিভিন্ন বয়সী ও পেশার দৌড়বিদের উপস্থিতি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় এলাকায়। এর আগে রায়পুরায় অনানুষ্ঠানিকভাবে দুইবার হাফ ম্যারাথন হলেও এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে ফুল ম্যারাথন অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় ভোর ৫টায় পর্যায়ক্রমে তিন ক্যাটাগরিতে ৬০০ জন দৌড়বিদ শুরু ꦚকরেন দৌড়। ফুল ম্যারাথন ৪২ কিলোমিটার, হাফ✱ ম্যারাথন ২১ কিলোমিটার ও ১০ কিলোমিটার ম্যারাথনে দৌড়বিদরা অংশ নেন।

রায়পুরা ম্যারাথন আয়োজক কমিটির সভাপতি মো. আক্তারুজ্জামান জানান, দৌড়বিদদের নিরাপত্তায় পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যসহ ২০০ জন স্বেচ্ছাসেবী দায়িত্বপালন করেন। চিকিৎসা সেবার জন্য ছিল অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম। ভোর ৫টায় শুরু হয়ে নরসিংদী-রায়পুরা স๊ড়কের হাসনাবাদ ১০ নম্বর ব্রিজ এলাকায় গিয়ে ফের রায়পুরা উপজেলা পরিষদ এসে শেষ হয় এ দৌড়। বিজয়ীরা পান মেডেল, সনদ ও গাছের চারা। তিন ক্যাটাগরিতে মোট ৯ জনকে দেওয়া হয় পুরস্কার।

আয়ো✅জকরা জানান, জেলার ইতিহাসে বৃহৎ এ আয়োজনে দৌড়বিদদের অংশ গ্রহণ ছিল স্বতস্ফুর্ত। ভবিষ্যতেও এমন আয়োজনের চেষ্টা থাকবে।

ম্যারাথন উপলক্ষে ভোর সাড়ে ৪টা থেকে বেলা ১১টা পর্যন্ত নরসিংদী-রায়পুরা আঞ্চলꦚিক সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ রাখা হয়। এ আয়োজনের মিডিয়া পার্টনার ছিল নরসিংদী প্রেসক্লাব।

Link copied!