কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে বসতঘরে গাছের নিচে চাপা পড়ে ৯ মাসের অন্তঃসত্ত্বা মা ও তার শিশু সন্তানের মৃত্যু হয়েছ𒁃ে।
শনিবার (৫ মে) রাত দেড়টার দিকে উপজেলার নিয়𝄹ামতপুর ইউনিয়নের🍰 হাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন একই এলাকার আবদুল কাইয়ুমের স্ত্রী রুপতারা (৪৫) ও তার ছেল🦩ে তাইজুল (৫)।
এ তথ্য নিশ্চিত করেছেন করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মি🌺জানুর রহমান।
মো. মিজানুর রহমান জানান, রাত থেকে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টি হচ্ছিল। এ সময় ঝড়ে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের হাজিপাড়া গ্রামে বসতঘরের ওপর একটি গাছ উপড়ে পড়ে। এতে টিনের বসতঘরে গাছচাপায় ঘুমন্ত ছেলে তাইজুলের মৃত্যু হয়। আহত ৯ মাসের অন্তঃসত্ত্বা মাকে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক🏅 মৃত ঘোষণা করেন।
ম🐼ৃত মা ও ছেলের মরদেহ ওই হাসপাতাল মর✅্গে রাখা হয়েছে বলে জানান ওসি।