• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সেতু থেকে ফেলে চা দোকানিকে হত্যার অভিযোগ পুলিশের বিরুদ্ধে


কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ০৭:২০ পিএম
সেতু থেকে ফেলে চা দোকানিকে হত্যার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
জেলার মানচিত্র

কুষ্টিয়ার ভেড়ামারায় জিকে খালের ব্রিজের ওপর থেকে ধাক্কা দিয়ে রফিকুল ইসলাম দুদু নামে এক চা দোকানꦏিকে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শুক্রবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভেড়ামারা থানার এসআই সালাউদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যদের একটি দল চাঁদগাম ইউনিয়নের চণ্ডিপুরে অভিযানে যায়। সেখানে গঙ্গা-কপোতাক্ষ (🉐জিকে) প্রকল্পের চার নম্বর ব্রিজের পাশের চায়ের দোকানদার রফিকুল ইসলাম দুদুকে ব্রিজের ওপর ডেকে আনেন পুলিশ সদস্যরা।

পুলিশ সদস্যরা রফিকুলকে মারধর করলে শুরু হয় ধ্বস্তাধস্তি। একপর্যায়ে এক পুলিশ সদস্𝔍য ধাক্কা দিয়ে রফিকুলকে ব্রিজ থেকে ক্যানালে ফেলে দেন। সেখানেই তার মৃত্যু হয়। পরে তিন পুলিশ সদস্যকে এলাক✤াবাসী পাশেই আরেকটি দোকানে অবরুদ্ধ করে রাখেন।

ভুকꦰ্তভোগীর ছেলে সৈকত আলী বলেন, “ভেড়ামারা থানার পুলিশরা আমার বাবাকে পরিকল্পিতভাবে,ꦰ অন্যায়ভাবে, নৃশংসভাবে হত্যা করেছে। আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই।

অভিযোগের বিষꦦয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহীদুল ইসলাম বলেন, “পুলিশ সদস্যরা একটা মাদকবিরোধী অভিযানে গিয়েছিলেন। সেখানে রফিকুলকে গ্রেপ্তার দূরে থাক, ছুঁয়েও দেখেনি পুলিশ। উনি নিজেই দোকান থেকে বের হয়ে ল🌳াফ দিয়ে ব্রিজের নিচে পড়েছেন।”

কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “একটি তদন্ত কඣমিটি গঠন করা হচ্ছে। আমরা নিজেরাও বিভিন্নভাবে খোঁজখবর নিচ্ছি। তদন্তে পর বিস্তারিত জানানো যাবে।”

Link copied!