• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


টহল ভ্যানে মালবাহী পিকআপে ধাক্কা, ৪ পুলিশ সদস্য আহত


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৪, ১২:৪৭ পিএম
টহল ভ্যানে মালবাহী পিকআপে ধাক্কা, ৪ পুলিশ সদস্য আহত
সড়ক দুর্ঘটনা। ছবি : সংবাদ প্রকাশ গ্রাফিক্স

চট্টগ্রামের পতেঙ্গা থানার চরপাড়া এলাকায় মালবাহী একটি পꦅিকআপ পুলিশের টহল ভ্যানকে ধ𒈔াক্কায় দেয়। এতে চার পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবা♈র (১ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘ𝔉টে।

আহতরা হলেন পতেঙ্গা থানার স✃হকারী🌺 উপপরিদর্শক আজিজুল, কনস্টেবল নজরুল, মশিউর ও সুজন।

আহত কনস্টেবল নজরুল গণমাধ্যমকে বলেন, “আমাদের গাড়ি ঘোর൩ানোর সময় সিগন্যাল না মেনে আসা একটি পিকআপ আমাদের গাড়িকে ধাক্কা দেয়। কুয়াশ✅ায় গাড়িটিকে ঠিকভাবে দেখতে পারিনি। এরপর আর কিছু মনে করতে পারছি না।”

এ বিষয়🐭ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (বন্দর) শাকিলা সুলতানা গণমাধ্যমকে বলেন, “সড়ক দুর্ঘটনা🦂য় আমাদের চার পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা বেশি গুরুতর। তারা মাথায় আঘাত পেয়েছেন।”

শাকি🤪লা সুলতানা আরও বলেন, “পুলিশ সদস্যদের গাড়িকে উল্টো দিক থেকে এসে মাল বুঝাই পিকআপটি ধাক্কা দেয়। এতে চার পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে তিনজনকে ক্যাজুয়ালেಌটি বিভাগের ২ নম্বর ওয়ার্ডে এবং একজনকে ২৮নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।”

Link copied!