সাতক্ষীরার দেবহাটা উপজেলার মাঝ পারুলিয়া এলাকার বাসিন্দা পাঁচালি দাসি। বয়স ৮০ ছুঁই ছুঁই। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে নানা অসুখ। হারিয়েছেন স্বাভাবিক চলাচলের ক্ষমতা। তারপরও বৃদ্ধ বয়সে ভোট দিতে কেন্দ্রে এস✤েছেন তিনি।
মঙ্গলবার (২১ মে) উপজেলার মাঝ পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে ভ্যান থেকে নামতে পারছিলেন না। পরে এক আনসার সদস্য তাকে কোলে করে ভেꩵাট কক্ষে নিয়ে যান।
অসুস্থতার মধ্যেও ভোট দিতে পেরে 🌠বেশ খুশি বৃদ্ধা পাঁচালি দাসি। সংবাদ প্রকাশকে তিনি বলেন, “বাড়ি𒊎তে থাকলে আমার ভোট নষ্ট হবে। তাই কষ্ট হলেও ভোট দিতে আইছি। এটাই শেষ ভোট কি না জানি না?”
পাঁচালি দাসির সঙ্গে ভোটকেন্দ্রে এসেছেন পুত্রবধূ রূপা দাস। তিনি বলেন, “আমার শাশুড়ি টিউমারের কারণে হাঁটতে পারেন না। শরীরে সব সময় কাঁপুনি থাকে। একজনের সঙ্গ ছাড়া তিনি🧜 চলতে পারেন না। তাই আমি সঙ্গে এসেছি। কাল থেকে উনি বারবার বলছেন বউমা আমি ভোট দিতে যাব। তা🎃ই সকাল সকাল ভিড় হওয়ার আগেই নিয়ে এসেছি।”
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরার দেবহাটা, তালা ও আশাশুনি উপজেলায় সকাল ༺৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।