ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে হেবজু মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা কর༒া হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে উ🐲পজেলার ধরখার ইউনিয়নের ভাট♋ামাথা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হেবজু মিয়া উপজেলার ভাটাম🐻াথা গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল রানা এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাতেই লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হ♚চ্ছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ভাটামাথা গ্রাম😼ের শাহ আলমের ঘর থেকে মঙ্গꦕলবার একটি মোবাইল ফোন চুরি হয়। চুরির ঘটনায় তারা প্রতিবেশী হেবজু মিয়াকে সন্দেহ করে। বিষয়টি জানাজানি হলে রাতে প্রতিবেশী রোমান মিয়ার বাড়িতে উভয় পক্ষে ঝগড়া হয়।
একপর্যায়ে শাহ আলম ও তার স্ত্রী রেখা বেগম ঘরের ভাঙা চৌকাঠ দিয়ে বৃদ্ধ হেবজু মিয়াকে মারধর শুরু করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় তন্তরবাজা🧜র মাতৃসদন হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।