টাঙ্গাইলের ধনবাড়ীতে নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে স্কুল থেকে তুলে নিয়ে বিয়ে করার অভিযোগ উঠেছে সাবেক এক ইউপি♊ চেয়ারম্যানের বিরুদ্ধে।
অভিযুক্ত হযরত আলী (৭৭) উপজেলার ♊মুশুদ্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আও♔য়ামী লীগের বর্তমান সভাপতি।
এ ঘটনায় ওই স্কুলছাত্রীর পরিবার হযরত আলীর বিরুদ্ধে ধনবাড়🌊ী থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছে🥃।
ভুক্তভোগীর পরিবার জানায়, অভিযুক্ত চেয়ারম্যান ও ভুক্তভোগী পরিবার একই ইউনিয়নꦇের বাসিন্দা। পরিবারটি দরিদ্র হওয়ায় ওই বাড়িতে বিভিন্ন সহযোগিতার কথা বলে প্রায় সময়ই যাওয়া-আসা করতেন হযরত আলী। বিভিন্নভাবে প্রলোভনও দেখাতেন। গত ১৩ ফেব্রুয়ারি বিদ্যালয়ের♉ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান চলাকালে ওই স্কুলছাত্রীকে তুলে নিয়ে যান হযরত।
এদিকে, এক সপ্তাহেও ওই স্কু𒁃লছাত্রীর খোঁজ না পেয়ে হতাশ হয়ে পড়ে তার পরিবার। ঘটনাটি এলাকায় জানাজানি হলে হযরত আলীর বিচার চেয়ে স্ক💯ুলছাত্রীর পরিবার গত মঙ্গলবা (২০ ফেব্রুয়ারি) ধনবাড়ী থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ৭৭ বছর বয়সে ১৪ বছর বয়সের এক কিশোরীকে বিয়ের ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকাজুড়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এম♏ন কাণ্ডে চেয়ারম্যানের বিচার দাবি করেছেন তারা।
ভুক্তভোগী🎶র বাবা বলেন, “আমরা গরিব হওয়ায় সহযোগিতার কথা বলে হযরত আমাদের বাড়িতে আসা-যাওয়া করত। তাকে সরল মনে বিশ্বাস করেছি। মেয়েকে তুলে নিয়ে জোর করে বিয়ে করেছে। অভিযোগ তুলে নিতে হুমকি দিচ্ছে। তার কঠিন বিচার দাবি করছি।”
স্থানী☂য় ইউপি সদস্য তোফাজ্জল হোসেন বলেন, “চেয়রম্যান সাহেব ওই কিশোরীকে নোটারি পাবলিকের মাধ্যমে বয়স বাড়িয়ে বিয়ে করেছেন এমন খবর শুনেছি।”
এ ব্যাপারে অভিযুক্ত হযরত আলীর মোবাইলে একা✃ধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, 💫“লিখিত অভিযোগ পেয়েছি। ওই স্কু♌লছাত্রীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।”