• ঢাকা
  • শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সাবেক জনপ্রশাসন মন্ত্রীর ভাইয়ের বাড়িতে মিলল বিপুল পরিমাণ সরকারি সামগ্রী


মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৪, ১২:৩৪ পিএম
সাবেক জনপ্রশাসন মন্ত্রীর ভাইয়ের বাড়িতে মিলল বিপুল পরিমাণ সরকারি সামগ্রী

মেহেরপুর শহরের ক্যাশ্যবপাড়ার সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ফুপাতো ভাইয়ের ভাড়া বাড়ি থেকে ব♑িপুল পরিমাণ সরকারি মালামাল জব্দ করেছে সেনাবাহিনী ও পুলিশ। 

বৃহস্🐠পতিবার (২৯ আগস্ট) রাতে গোপন🅠 সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

জব্দ মালামালের মধ্যে রয়েছে বিꦛনা মূল্যে বিতরণের কোরআন শরিফ, ক্রীড়া সামগ্রী, সেলাই মেশিন, হুইল চেয়ার, চিকিৎসকের অ্যাপ্রোন, পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পি༒পিই), শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস, শিক্ষার্থীদের টিফিন বক্সসহ নানা মালামাল। প্রতিটি জিনিসের গায়ে লেখা রয়েছে বিক্রির জন্য নয়।

বাড়ির মালিক সুরমান আলী জানান, এক বছর আগে 🌱দোতলা বাড়ির নিচতলার তিনটি কক্ষসহ ডাইনিং রুম ভাড়া নেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ফুপাতো ভাই সাজহান সিরাজ দোলন। মাসে ভাড়া দিতেন ৬ হাজার টাকা। এখানে সরকারি সব মালামাল রাখতেন তিনি। মাঝেমধ্যেই এখান থেকে মালামাল বের করে নিয়ে যান তඣিনি। এর বেশি কিছু তিনি জানতেন না।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) গাজী মূয়ীদুর রহমান জানান, ক্যাশ্যবপাড়ার সুরমান আলীর বাড়ির নিচতলায় সরকারি মালামাল রয়েছে এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযানে যায় সদর উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর একটি দল। তখন বাড়িতে তালা লাগানো ছি♛ল। ঘটনাস্থলে গিয়ে বাড়ির মালিক সুরমান আলীকে খবর দেওয়া হয়।

পরে বাড়ির মালিকের সহায়তায় দুটি গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বাড়ির তিনটি কক্ষে অসংখ্য প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। বস্তা খুলে কܫোরআন শরিফ, ক্রীড়া সামগ্রী, সেলাই মেশিন, হুইল চেয়ার, চিকিৎসকের অ্যাপ্রোন, পিপি, শাড়ি, লুঙ্গি, থ্রি-পিচ, শিক্ষার্থীদের টিফিন বক্সসহ নানা সামগ্রী পাওয়া যায়। পরে ট্রাকে করে মালামাল বোঝাই করে নিয়ে যাওয়া হয় জেলা প্রশাসকের কার্যালয়ে।

তিনি আরও জানান, বাড়ির ভাড়া নেওয়া মালিকের নাম সাজহান সিরাজ দোলন। তার বাড়ি মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে। সম্পর্কে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরাহাদ হোসেনের ফুপাতো ভাই। আজ শুক্রবারের মধ্যে মালামালের সিজার লিস্ট করা হ𓆉বে। পরে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

সরকারি এ মালামালের মূল্য কত এমন প্রশ্ন☂ে এই কর্মকর্তা বলেন, মালামালের পুরো লিস্ট করার পর জানা যাবে এগ𓃲ুলোর আসল মূল্য কত।

Link copied!