ময়মনসিংহের ভালুকায় ড্রাম ট্রাকের পেছনে লবণবোঝাই অপর ট্রাকের ꧃ধাক্কায় মো. রফিকুল ইসলাম নামে এক চালক নিহত হয়েছেন।
সোমবার (২৬ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিড স্টোর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ♕ তার ল𝓡াশ উদ্ধার করে।
রফিকুল ময়ജমনসিংহ জেলার তারাকান্দা থানার বকশিমূল গ্রামের আক্কাছ আলীর ছেলে।
ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় লবণবোঝাই ট্রাকটি চালাচ্ছিলেন চালক রফিকের ভাগ্নে জুয়েল। আর চালক রফিক তার পাশে ব🥃সা ছিলেন। একপর্যায়ে সিড স্টোর বাসস্ট্যান্ড এলাকায় পৌছালে লবণবোঝাই ট্রাকটি একটি ড্রাম ট্র๊াকের পেছনে ধাক্কা দেয়। এতে রফিক ঘটনাস্থলেই মারা যান।
ভরাডোবা হাইওয়ে থানা পুলিশের ইন্সপেক্টর রিয়াদ মাহমুদ জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ড্রাম ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।