সিরাজগঞ্জের কাজীপুরে এক নারীর গোসলের ভিডিও করে চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার (৬ নভেম্বর) রাতে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের মাইজবাড়ি গ্রামে অভিযান চালিয়ে তা💯দের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাইজবাড়ি গ্রামের রাকিব হাসান ওরফে মিস্টার꧑ (২৭) ও শামিম রেজা (৩২)।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ৩ নভেম্বর গোপন ক্যামেরার সাহায্যে এক নারীর গোসলের ভিডিও ধারণ করেন ওই দুই যুবক। পরে ওই নারীর কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন তারা। টাকা না দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে ভুক্তভোগীর স্বামী কাজীপুর সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দেন ও থানায় মামলা করেন। সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা বুধবার রাতে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার 🔜করে।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম জানান, ওই দুই যুবককে গতকাল বিকেলে আদালতে হাজির করা হয়। বিচারক 🌠তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।