• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ‘এমভি ওশান বে’


বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৩, ০২:৫০ পিএম
বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ‘এমভি ওশান বে’
মোংলা বন্দরে ভিড়েছে এমভি ওশান বে।ছবি : সংবাদ প্রকাশ

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে ‘এমভি ওশান বে’ নামের একটি বাণিজ্যিক জাহাজ। আইল অফ ম্যান পতাকাবাহী ওই জাহাজটি মঙ্গলবার (১৯ ডিসেম্বার) ভোরে মোংলা বন্দরের বহিনোঙ্গার সুন্দর♎ী কোটায় নোঙ্গর করে।

কয়লাবাহী ওই জাহ💧াজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিকের উপব্যবস্থাপক খন্দকার রিয়𒅌াজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

রিয়াজুল হক জানান, ইন্দোনেশিয়ার মুয়ারা পান্তাই বন্দর থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৫৫ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে ছেড়ে আসা জাহাজ ‘এমভি ওশান বে’ সোমবার (🌄১৮ ডিসেম্বﷺর) বেলা ১১টার দিকে মোংলা বন্দরের নোঙ্গর করে। সুন্দরী কোটায় কিছু কয়লা বাণিজ্যিক জাহাজ থেকে লাইটারে খালাস করে বিদেশি জাহাজটি হারবাড়িয়া এলাকায় আসবে। সেখান থেকে সব কয়লা লাইটার জাহাজে খালাস করে নেওয়া হবে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে।

রিয়াজুল আরও জানান, জাহাজটির ড𒁃্রাফট বেশি থাকার কারণে বহিনোঙ্গরে কিছু কয়লা খালাস করা হবে।

Link copied!