নারায়ণ𒆙গঞ্জের বন্দরে কংক্রিট মিক্সচার গাড়ির ধাক্কায় শাওন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় সিমে🌜ন্টের গাড়ির চালক সোহেলকে (২৮) আটক করেছে পুলিশ।
🍃শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় বন্দর রেললাইন এ♒লাকায় এ দুর্ঘটনা ঘটে।
বন্দর🦄 থানার ভারপ্রাপ♏্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
▨নিহত 💝শাওন বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দি এলাকার শহিদ উল্লার ছেলে।
আটক সোহেল ফেনী জেলার সোনাগাজী থানার দুলাল হো🦩সেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, বন💟্দরের রেললাইন এলাকায় শাহ সিমেন্ট কোম্পানির কংক্রিট মিক্সচার গাড়িটি দ্রুতগতিতে চলছিল। এটি একটি মোটরসাইকেলে ধাক্কা দিলে এর আরোহী ছিটকে সড়কে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রাত ৮টার দিকে হাসপাতালের পুলিশ ফাঁড়ি থেকে জানানো হয়, আহত শাওন মৃত্যুবরণ করেছেন। এদিকে ঘটনার পরপরই উপস্থিত লোকজন গাড়ির চালক সোহেলꦜকে আটক করে।
ওসি গোলাম ম🐽োস্তফা বলেন, “চালককে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে সড়ক আইনে মামলা দায়ের করা হবে।”