বাগেরহাটের মোল্লাহাটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসের পেছনꦯে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই🀅 আরোহী নিহত হয়েছেন।
রোববার (১৮ আগস্ট) সকালে উপজেলার মাদরাসাঘাট টু 🍷জয়ডিহি নালুয়া খালের পাশে মহাসড়কে এ দু🦹র্ঘটনা ঘটে।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরꦍুজ্জামান শেখ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- মোটরসাইকেল চালক মোল্লাহাট উপজেলার মেঝের গাওলা গ্রামের রাজা সরদারের ছেলে অমিত সরদার (২৪) ও ওই মোটরসাইকেলের আরোহী একই গಞ্রামে𒁏র লিয়াকত শেখের ছেলে রানা শেখ (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মোল্লাহাট উপজেলার মাদরাসাঘাট টু জয়ডিহি মহাসড়কে দাঁড়িয়ে থাকা লোকাল পরিবহনের পেছ♔নে বেপরোয়া গতির রেজিস্ট্রেশন বিহীন ১৫০ সিসি মোটরসাইকেল সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘনটাস্🐬থলেই দুজন নিহত হন।
মোল্লাহাট হাইওয়ে থান🎶ার ওসি মো. নুরুজ্জামান শেখ বলেন, “সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। মোটরসাইকেলটি বর্তমানে মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”