হবিগঞ্জে পণ্যবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকে🅷 থাকা সব মালামাল পুড়ে গেছে। সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার ভাঙ্গারপুল এলাকায় এ ঘ🌜টনা ঘটে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, ট্রাকটি মালামাল নিয়ে হবিগঞ্জ শহরের উদ্দেশে যাচ্ছিল। হঠাৎ রাস্তায় কয়েকজন দুর্বৃত্ত ট্রাকটিতে পেট্🌄রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে মুহূর্তের মধ্যেই পুরো ট্রাকে আগুন ছড়িয়ে পড়ে।
জাহাঙ্গীর আরও বলেন, এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মী ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগু꧅ন নিয়ন্ত্রণে আনেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আ🌠নেন। তাৎক্ষণিক অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।