নরসিংদীতে দিনেদুপুরে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই মামাতো ভাইদের বিরুদ্ধে। নিহত হানিফ মিয়া (২৪) পৌর এলাকার চৌয়ালা মহল্লার আব্꧃দুল কাদেরের ছেলে।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে পৌর শহরের কাউরিয়াপাড়া ঈদগাহ মাঠ💮ে এℱই ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, তিন মাস আগে পারিবারিক পূর্বশত্রুতার জেরে হানিফ তার আপন মামা হাবু মিয়াকে কুপিয়ে হত্যা করে। এরই জের ধরে হাবু মিয়ার দুই ছেলে নাদিম মিয়া ও নাঈম মিয়া আজ দুপুরে হানিফ মিয়াকে চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা 🤪করে পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নরসিংদীর সদর মডেল থা𝕴নার উপ✤পুলিশ পরিদর্শক আ. গাফফার।
আ. গাফফার জানান, হত্যাকাণ্ডের শিকার হানিফ মিয়া তিন মাস আগে তার আপন মামাকে হত্যা করেছিলেন। এরই প্রেক্ষিতে তার মামাতো ভাইয়েরা তাকে কুপিয়ে হত্যা ক🃏রেছে বলে জানতে পেরেছি। পুলিশ ঘটনাস্থল থেকে মরদে💜হ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।