পাবনায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া বꦛা ꦬচুরি হওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রকৃত মালিকদের কাছে মোবাইল ফোনগুলো হস্তা🙈ন্তর করেন পুলিশ সুপার আকবর আলী মুনসি।
পুলিশ জানায়, পাবনার ১০টি থানায় প্রায় প্রতিদিন মোবাইল ফোন হারানোর বিষয়ে জিডি করা হয়। সেই জিডির সূত্র ধরে জেলা পুলিশের একটি দল তথ্💃য প্রযুক্তি ব্যবহার করে চলতি মাসে ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে। পরে মঙ্গলবার সেগুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়
নয় মাস পর অক্ষত অবস্থায় মোবাইল ফোনটি ফিরে পেয়𝓀ে খুশি নার🔥ী উদ্যোক্তা শারমিন। তিনি বলেন, “ফোনটি ফিরে পাব, এমন ভাবনা ছিল না। জেলা পুলিশকে অসংখ্য ধন্যবাদ।”
পুলিশ সুপার আকবর আলী মুনসি বলেন, “মানুষের মোবাইলগুলো উদ্ধারের কাজটি আমরা খুব আবেগ দিয়ে করি। কষ্ট করে মোবাইল ফোন উদ্ধার করে যখন প্রকৃত মালিকের হাতে তুলে দিতে পারি, তখন তার🌜 মুখের হাসি আমাদের সত্যিকার অর্থে আরও কাজে অনুপ্রাণীত করে।”