পিরোজপুরে কালবৈশাখীর তাণ্ডবে গাছচাপায় রুমি বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া লণ্ডভণ্ড হয়ে গেছে বহু ঘরবাড়ি। রো�ไ�ববার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রুবী বেগমের বা♉ড়ি শারিকতলা ইউনিয়নের মরিচাল গ্রামে।
প্রত্যক্🥂ষদর্শীরা জানান, সকাল পৌনে ১০টার দিকে হঠাৎ মেঘাচ্ছন্ন হয়ে অন্ধকারে ঢাকা পড়ে পিরোজপুর। এরপরই শুরু দমকা হওয়া। প্রায় ১৫ মিনিটের ঝড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে জেলার বিদ্যুৎ সংযোগ।♚ গাছপালা পড়ে বিভিন্ন এলাকার সঙ্গে সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে।
জেলা প্রশাসক জাহিদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্🍨চিত করে বলেন👍, “কালবৈশাখীতে পিরোজপুরে একজনের মৃত্যুর সংবাদ পেয়েছি। বহু বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে গেছে।”
জেলা প্রশাসক আরও জানান, ঝড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্🤪ন এবং বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন।