ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুর এলাকায় তীব্র গরমে রেললাইন বেঁকে ঢাকাগামী মালবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্💟যুত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ💎্গে আপলাইনে চট্টগ্রাম 🃏ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সহকারী স্টেশন মাস্টার জসিম মিয়া জানান, অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুরে মালবাহী কনটেইনারের একটি ৭টি ওয়াগনের ১২টি চাকা লাইনচ্যু🧸ত হয়।
ব্💎রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে আসা একটি মালবাহী ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ছেড়ে দুপুর ১টার দিকে দাড়িয়াপুর এলাকায় ৭টি ওয়াগনের বেশ কয়েকটি চাকা লাইনচ্যুত হয়। মূলত গরমের কারণে রেললাইন বেঁকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
এ ঘটনায় প্রায় ৫০০ মিটার রেললাইনের স্লিপার ভেঙে গেছে। ঘটনার পর থেকে আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের জন্য আখাউড়া লোকোশেডে খবর দেওয়া হয়েছে। উদ্🌠ধারকারী ট্রেন এসে উꦛদ্ধারকাজ শেষ করার পর বন্ধ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।