যশোরের শার্শার বেনাপোল বন্ꦯদর দিয়ে দ্বিতীয় চালানে ভারত থেকে ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিস ডিম আমদানি করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বিকেলে বেনাপোল বন্দরে ডিমের চাল𓂃ানটি খালাস নিতে দেখা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডিমের চালানটি আমদানি করেছে ঢাকার হাইড্রো ল্যান্ড সলিউশন নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। এসব ডিম রপ্তানি করেছে ভারতের শ্র🅷ী লক্ষ্মী নারায়ণ ভাণ্ডার।
ౠএছাড়া এ বন্দর থেকে খালাস নিতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে সিঅ্য𒆙ান্ডএফ এজেন্ট রাতুল ইন্টারন্যাশনাল বেনাপোল।
বেনাপোলের প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডাক্তার বিনয় কৃষ্ণ মণ্ডল ডিমের পরীক্ষণ সম্পর্কে জানান, সংশ্লিষ্ট ꦏআমদানিকারকের কাগজপত্র পেয়েছি। তবে বেনাপোলে ডিম পরীক্ষার জন্য কোনো যন্ত্রপাতি নেই। ভারতীয় সার্টিফিকেটের ওপর ভিত্তি করে এখান থেকে ডিমের ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে।
বেনাপোল কাস্টমস হাউဣসের উপকমিশনার অথেলো চৌধুরী জানান, বাংলাদেশে♋র একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে একটি ডিমের চালান আমদানি করেছে। সেটির প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে দাখিল করেছে এবং সরেজমিনে পরীক্ষণ করে এ চালানটি খালাস দেওয়া হয়েছে।